নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগ কিরেন রিজিজু এবং তাঁর তুতো ভাইেয়র বিরুদ্ধে উঠেছে তা আজ কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রিজিজুর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির সমস্ত অভিযোগ মিথ্যে। আর এই সমস্ত খবর যাঁরা তাঁদের বিরুদ্ধে তৈরি করছেন, তাঁরা অরুণাচল প্রদেশে আসলে তাঁদের জুটো পেটা করার হুমকিও দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
রিজিজু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে কার্যত নস্যাত্ করে দাবি করেছেন, কাউকে সাহায্য করা যদি দুর্নীতি হয়, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জার বিষয়।
প্রসঙ্গত, রিজিজুর বিরুদ্ধে তাঁর দূর সম্পর্কের এক তুতো ভাই গোবোই রিজিজু সহ নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের কয়েকজন আধিকারিককে দুটি বাঁধ তৈরির ক্ষেত্রে নানা সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই দুটি বাঁধ নির্মাণের ক্ষেত্রে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে এনইইপিসিও-র ম্যানেজিং এডিটর এবং চেয়ারম্যানেরও।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাঁধ নির্মাণে দুর্নীতি: আমার নামে যাঁরা মিথ্যে খবর ছড়াচ্ছেন তাঁদের জুতো পেটা করব, কিরেন রিজিজু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2016 03:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -