পুলিশ সূত্রে খবর, জঙ্গি সন্দেহে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আর্জু খান এবং উবেদ মির্জা। গুজরাত এটিএস এবং আইবি-র আধিকারিকদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আর্জু খান জানিয়েছে, রোড শো-তে আইএস-এর লোন উলফ ধাঁচে হামলার পরিকল্পনা করা হয়েছে। এই উদ্দেশে আগ্নেয়াস্ত্রও আনা হয়েছে বলে উবেদকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন তদন্তকারীরা।
গুজরাত বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ নির্বিঘ্নেই শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ। মোদী, যোগী, অমিত, রাহুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এখন গুজরাতে নির্বাচনী প্রচার করছেন। তাঁরা প্রতিদিনই জনসভা করছেন। ফলে নিরাপত্তা কঠোর করা হয়েছে। এরই মধ্যে দুই জঙ্গি ধরা পড়ায় পুলিশের চিন্তা বেড়েছে।