বাগপত: হায়দরাবাদে এনকাউন্টার, নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডের পরেও বেপরোয়া অপরাধীরা। উত্তরপ্রদেশের বাগপতে এক নির্যাতিতাকে আদালতে মুখ না খোলার জন্য হুমকি পোস্টার দিল অভিযুক্তরা। সেই পোস্টারে লেখা হয়েছে, আদালতে মুখ খুললে উন্নাওয়ের পরিণতি হবে। এই হুমকি পোস্টার দেখে নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজন আতঙ্কিত।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বাড়ি বিজরৌল গ্রামে। তাঁর পরিবারের লোকজন দিল্লিতে থাকেন। দিল্লির মুখার্জি নগরে কোচিং করতেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালের জুলাইয়ে তাঁকে বাড়িতে নিয়ে ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে অচেতন করে এক বন্ধুর সঙ্গে মিলে ধর্ষণ করে গ্রামেরই ছেলে সোহরান। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তবে পরে জামিন পেয়ে যায় অভিযুক্ত। আদালতে মামলা চলছে। আগামীকাল আদালতে বয়ান দেওয়ার কথা নির্যাতিতার। তার আগেই হুমকি দেওয়া হল নির্যাতিতাকে।