নয়াদিল্লি: রাস্তাতে গাড়ি চালানো নিয়ে বচসা। রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল তিনজন। এমনকি ২৯ বছরের গাড়ির চালকের নাক কামড়ে টেনে ছিঁড়ে নেওয়া হয়। খোদ রাজধানী দিল্লির নভেলটি সিনেমার সামনের রাস্তায় গত ২৩ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত নটা নাগাদ এসপিএম মার্গ থেকে বাবার সঙ্গে দোকান থেকে ফিরছিলেন ব্যবসায়ী আমন। পথে ট্রাফিক জ্যাম এড়াতে তিনি গাড়ি ঘোরাচ্ছিলেন। এই সময়ই বিশাল পান্ডে, ধীরজ ও বিপিন মেহরা নামে তিন ব্যক্তি গাড়িটি থামায়। ওই তিনজন আমনের কাছে জানতে চান, এভাবে রাস্তার উল্টো দিকে তিনি কেন গাড়ি চালাচ্ছেন।
আমন বুঝিয়ে বলার চেষ্টা করেন। কিন্তু বিশাল, ধীরজ ও বিপিন আমনের যুক্তি মানতে চাননি। দুই পক্ষের তীব্র বচসা শুরু হয়ে যায়। বিশালরা আমনকে মারধর শুরু করেন বলে অভিযোগ। এরইমধ্যে ধীরজ আমনের নাকে কামড় বসান। এতে তাঁর নাকের মাংস উঠে আসে বলে এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন।
আমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান, তাঁর নাকের একটা অংশ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে স্থানীয়রা নাকের খোওয়া যাওয়া অংশ খোঁজার চেষ্টা করেন। কিন্তু কিছুই পাওয়া যায়নি।
এই ঘটনা লাহোরি গেট থানায় একটি মামলা দায়েক করা হয়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে তাঁরা প্রত্যেকেই জামিন পেয়ে যান।
জানা গেছে, আগামী ৪ মার্চ আমনের বিয়ে। বিয়ের আমন্ত্রণ করতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে।