নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করলেন এই পদ থেকে বিদায় নিতে চলা রঘুরাম রাজন। তাঁর মতে, তিন বছর অত্যন্ত কম সময়। বিশ্বের অন্যত্র অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির প্রধানদের মেয়াদকাল অনেক বেশি। ভারতেও সেই ব্যবস্থা চালু করা উচিত।


 

৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে রাজনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি দ্বিতীয়বার এই পদে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিকে অর্থনীতির বিভিন্ন বিষয় এবং ব্যাঙ্কের ‘নন পারফর্মিং অ্যাসেট’-এর বিষয়ে তথ্য দিয়েছেন। তখনই তিনি এক প্রশ্নের জবাবে বলেন, তিন বছর খুব কম সময়।

 

মনে করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মেয়াদের কথাই বলতে চেয়েছেন। এই দুই পদাধিকারী চার বছরের জন্য নিযুক্ত হন। তাঁদের ফের একই পদে রেখে দেওয়া যেতে পারে। সেভাবেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মেয়াদও বাড়ানোর পক্ষে রাজন।

 

এদিনের বৈঠকে হাজির ছিলেন স্থায়ী কমিটির প্রধান বীরাপ্পা মইলি সহ অন্যান্য সদস্যরা। ঋণ পরিশোধ না করা সহ বিভিন্ন বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে কমিটিকে অবহিত করেন রাজন। তিনি ভারত ও বিশ্ব অর্থনীতির উপর ব্রেক্সিট-এর প্রভাবও ব্যাখ্যা করেন। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও দেখা করেন রাজন।