গত মাসে কাশ্মীরে একটি সেনা জিপের সামনে ঢাল হিসেবে এক যুবককে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়েছিল। দেশজুড়ে এর সমালোচনা শুরু হয়। এক মেজরের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত শুরু করে। সেই ঘটনার কথাই উল্লেখ করে অরুন্ধতীকে আক্রমণ করেছেন পরেশ। তবে একজন সাংসদ হয়ে তিনি কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই দাবি, এই মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়াতে চাইছেন পরেশ। কয়েকজন অবশ্য বিজেপি সাংসদের এই মন্তব্যকে সমর্থন করেছেন। তাঁরা আরও কয়েকজনকে জিপের সঙ্গে বাঁধার প্রস্তাব দিয়েছেন। এক মহিলা সাংবাদিককেও আক্রমণ করা হয়েছে। সেই মন্তব্য সমর্থন করেছেন পরেশ।
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ প্রসঙ্গে বুকার পুরস্কার জেতা অরুন্ধতীর নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেছেন এই লেখিকা। সেই কারণেই বিজেপি নেতাদের রোষের মুখে পড়েছেন অরুন্ধতী। তিনি অবশ্য ট্যুইটার ব্যবহার করেন না। ফলে এখনও পর্যন্ত পরেশের এই মন্তব্যের জবাব দেননি।