চেন্নাই: রাজস্থানের পালি জেলায় ডাকাতদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন তামিলনাড়ুর পুলিশ ইন্সপেক্টর এস পেরিয়াপান্ডিয়ান (৪৮)। আজ ভোরে এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজন স্বর্ণ ডাকাতদের গ্রেফতার করার জন্য রাজস্থানে গিয়েছিল তামিলনাড়ু পুলিশের একটি বিশেষ দল। সেই অভিযানেই প্রাণ গেল মাদুরাভয়াল থানার ইন্সপেক্টর (আইন-শৃঙ্খলা) পেরিয়াপান্ডিয়ানের।
এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহত ইন্সপেক্টরের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। সেইসঙ্গে পেরিয়াপান্ডিয়ানের দুই ছেলের পড়াশোনারও ভার নিচ্ছে রাজ্য সরকার। এক বিবৃতিতে পালানিস্বামী বলেছেন, ‘গত মাসে কোলাথুর অঞ্চলের একটি গয়নার দোকান থেকে তিন কিলো সোনা নিয়ে পালায় ডাকাতরা। তারা ছাদ ফুটো করে দোকানে ঢোকে। এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী নাথুরাম ও তার সঙ্গীদের খোঁজে রাজস্থানে গিয়েছিল তামিলনাড়ু পুলিশের পাঁচজনের একটি দল। আজ ভোরে ডাকাত দলকে ঘিরে ফেলে পুলিশ। সেই সময় ডাকাতরা গুলি চালালে পেরিয়াপান্ডিয়ানের মৃত্যু হয়। আমি এই ঘটনায় শোকাহত। কর্তব্য পালন করতে গিয়ে নিহত পেরিয়াপান্ডিয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
পালানিস্বামী আরও বলেছেন, এই অভিযানে অন্যান্য পুলিশকর্মীরা জখম হয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এক লক্ষ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তাঁদের চিকিৎসার খরচও দেওয়া হবে।
ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন নিহত পুলিশ ইন্সপেক্টরের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। তিনি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। চেন্নাইয়ের পুলিশ কমিশনার এ কে বিশ্বনাথনও পেরিয়াপান্ডিয়ানের পরিবারের সঙ্গে দেখা করেছেন।
রাজস্থানে গুলির লড়াইয়ে হত তামিলনাড়ুর পুলিশ ইন্সপেক্টর, এক কোটি টাকা দিচ্ছেন পালানিস্বামী
Web Desk, ABP Ananda
Updated at:
13 Dec 2017 07:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -