নয়াদিল্লি: সন্ন্যাসী হওয়াটা জীবনের মহত্তম গর্ব। এমনই মন্তব্য করলেন যোগগুরু রামদেব। পতঞ্জলি যোগাশ্রমের আচার্য বালকৃষ্ণ বলেছেন, 'একজন সন্ন্যাসীর কাছে শিক্ষাদান, দায়িত্ববোধ এবং জীবনের বস্তুনিষ্ঠতার প্রতি আত্মনিবেদনের অনুশীলন জীবনের প্রধান লক্ষ্য'। বালকৃষ্ণ জানিয়েছেন, '৯২ জন পণ্ডিত উত্তরাধিকারীদের দীক্ষাপ্রদান অনুষ্ঠানে যোগঋষি রামদেব বলেছেন, সন্ন্যাসী হওয়াটা জীবনের মহত্তম গর্ব'।
পতঞ্জলির মুখপাত্র তিজারাওয়ালার ট্যুইট, আচার্য বালকৃষ্ণ বলেছেন, 'গুরুধর্ম ও রাষ্ট্রধর্ম পালন খুবই কঠিন'।
এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রামদেব বলেন, '২০৫০-এর আগে ভারতকে আধ্যাত্মিক সুপারপাওয়ারে পরিণত করতে যোগ নিয়ে ইতিমধ্যেই প্রচার চলছে। আমরা পতঞ্জলি যোগপীঠ আদর্শ সন্ন্যাসী হওয়ার প্রশিক্ষণেরও বন্দোবস্ত করেছি'।