প্রসঙ্গত, ওই চ্যানেলের প্যানেলের আলোচনায় বসে তরুন বিজয় মন্তব্য করেন, ভারত যদি বর্ণবিদ্বেষমূলক ভাবনাচিন্তার সমর্থক হত তাহলে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের লোক এখানে বসবাস করতে পারতেন না। প্রসঙ্গত, ভারতের এই রাজ্যের বাসিন্দারা মূলত কালো চামড়ার। তারপর তিনি বলেন, ভারত যদি এঁদের অস্বীকার করেন, তাহলে সে নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করবে।
পরে তিনি বুঝতে পারেন তাঁর মন্তব্য ঘিরে কড়া সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টার গুরুত্ব বুঝে তখন তিনি দাবি করেন, তার বক্ত্যবের ভুল ব্যাখা করা হয়েছে এখানে। তিনি আসলে বলতে চেয়েছেন, ভারত সকলকে নিয়ে থাকে। এখানে বিভিন্ন চামড়ার রঙের মানুষ আছে, কিন্তু কাউকে কখনও বৈষম্যের শিকার হতে হয় না। তারপর তিনি ক্ষমা চেয়ে বলেন, আমরা ভারতীয়রা কৃষ্ণ ভগবানকে পুজো করি, তাঁর চামড়ার রঙও কালো। তাহলে বর্ণবৈষম্য কীভাবে থাকে ভারতে, প্রশ্ন বিজেপি নেতার।
তরুণ বিজয়ের এই মন্তব্যের পর তাঁকে একহাত নিয়ে কংগ্রেস নেতা খুসবু সুন্দর দাবি করেন, বিজেপি নেতার মন্তব্য অত্যন্ত হতাশজনক। এই আলোচনায় চামড়ার রঙ কীভাবে আসে, সেটাই তিনি জানতে চেয়েছেন। তাঁর থেকে এধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
ডিএমকে-র কানিমোঝির দাবি, এই কথা বলে বিজেপি নেতা দেশবিরোধী মন্তব্য করেছেন। তাঁদের দাবি বিজেপির অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত্।