নয়াদিল্লি: এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল রাজধানী। দিল্লি মহিলা কমিশনের কয়েকশো পুরুষ সদস্য শর্টস পরে রাস্তায় হাঁটলেন। এই মিছিলের উদ্দেশ্য মঙ্গলবার থেকে শুরু হওয়া রেপ রোকো আন্দোলনের পাশে দাঁড়ানো।
জানুয়ারিতে ৮ মাসের এক শিশুকন্যার নৃশংস ধর্ষণের পর দিল্লি মহিলা কমিশন শুরু করেছে রেপ রোকো আন্দোলন। তার সমর্থনে পুরুষরা বার করেছেন এই বক্সার র‌্যালি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই প্রচারকে সমর্থন জানিয়েছেন।
মেয়েদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তারা ছোট পোশাক পরে, তাই ধর্ষিত হয়। বস্তাপচা এই ধারণা ভাঙতে পুরুষরা শর্টস পরে মিছিল করেন। তাঁদের স্লোগান ছিল, পোশাক ধর্ষণের কারণ নয়, অসুস্থ মানসিকতাই কারণ। মান্ডি হাউস থেকে সেন্ট্রাল পার্ট পর্যন্ত এই মিছিল চলে।

[embed]https://twitter.com/SwatiJaiHind/status/970933360737636353[/embed]
দিল্লিকে বহুদিন ধরে দেশের ধর্ষণের রাজধানী আখ্যা দেওয়া হয়েছে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যার পর আইন কড়াও করেছে কেন্দ্র। কিন্তু ধর্ষণের ঘটনা কমেনি।