চেন্নাই: ট্রেন থেকে নামার সময় মায়ের হাত ফসকে রেললাইনে পড়ে গিয়ে মৃত্যু শিশুর। চেন্নাইয়ের মম্বলাম স্টেশনের ঘটনা।

জিআরপি সূত্রে খবর, আত্মীয়স্বজনের সঙ্গে মান্নাগুড়ি স্টেশন থেকে মান্না এক্সপ্রেসে আসছিলেন লক্ষ্মী নামে ওই মহিলা। কোলে ছিল দেড় বছরের বাচ্চা। মম্বলাম স্টেশনে ট্রেন থেকে নামার সময় রেললাইন ও প্ল্যাটফর্মের মধ্যে যে ফাঁক থাকে, সেখানে গলে পড়ে যায় দেড় বছরের শিশুটি। আঘাতে মৃত্যু হয় তার। আঘাত লেগেছে মহিলার পায়েও। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।