হায়দরাবাদ: পেট্রোল, দেশলাই কাঠি নিয়ে ২ বছরের এক বাচ্চার সঙ্গে খেলছিল বছর ১৫-র এক কিশোর। আচমকাই আগুন লেগে যায়। পুড়ে জখম হয় শিশুটি। হায়দরাবাদে কালাপাথর এলাকার ঘটনা।
পুলিশ জানিয়েছে, ওই যুবক পেট্রোলে আগুন ধরিয়ে অন্যদের ভয় দেখানোর চেষ্টা করছিল। এরকম করার সময় হঠাৎই পেট্রোল পড়ে যায় শিশুটির গায়ে। আগুনও দ্রুত ধরে যায় শরীরে। ওই কিশোর আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেকটা পুড়ে যায়। গলায়, কাঁধের অনেকটা জায়গা জখম হয়েছে বলে জানা গিয়েছে।
শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পেট্রোল-দেশলাই নিয়ে খেলতে খেলতে আচমকা ২ বছরের শিশুর গায়ে আগুন ধরিয়ে দিল কিশোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2016 10:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -