নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন প্রতি মাসে ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড়শো কোটি। প্রতিদিন অন্তত ৬,০০০ কোটি মেসেজ পাঠানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবারের নিউ ইয়ার্স ইভে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭,৫০০ কোটি মেসেজ পাঠানো হয়। এর আগে ২০১৬ সালের নিউ ইয়ার্স ইভে ৬৫,০০ কোটি মেসেজ পাঠানো হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। এহেন জনপ্রিয় মেসেজিং অ্যাপের পাঁচটি গোপন বিষয় জেনে নিন।


হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে ইউটিউবের কোনও ভিডিও পাঠান, তাহলে সেটা দেখার জন্য আপনাকে আর হোয়াটসঅ্যাপ ছেড়ে ইউটিউবে যেতে হবে না। যদি আপনার অ্যাপ আপডেটেড থাকে, তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপেই ইউটিউবের ভিডিও দেখতে পাবেন। শুধু তা-ই নয়, ভিডিও চলাকালীন চ্যাটও করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে ছবি বা ভিডিও পাঠাতে চাইলে সময়, অবস্থান এবং স্টিকার যুক্ত করতে পারেন। সম্প্রতি এই সুবিধা চালু করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ভারতেও এবার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কাউকে টাকা পাঠানো যাবে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অন্তত ২০ কোটি। তাঁদের জন্য পিয়ার টু পিয়ার পেমেন্ট সিস্টেম চালু করছে হোয়াটসঅ্যাপ। ১০ লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মাধ্যমে এই সিস্টেম পরীক্ষা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে দিয়েছেন? সংশ্লিষ্ট ব্যক্তি দেখার আগেই সেই মেসেজ ডিলিট করে দিতে পারেন। সব ধরনের মেসেজই ডিলিট করা যাবে, তবে পাঠানোর সাত মিনিটের মধ্যে। এরপর আর ডিলিট করা যাবে না।

হোয়াটসঅ্যাপে শেষ কখন সক্রিয় ছিলেন, সেটা কি গোপন রাখতে চান? তাহলে সেই ব্যবস্থাও আছে। সেটিংসে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট, এরপর প্রাইভেসি এবং শেষে লাস্ট সিন অপশনে গিয়ে আপনার শেষ সক্রিয় থাকার সময় যাতে অন্য কেউ দেখতে না পান, সেই ব্যবস্থা করে ফেলুন।