নয়াদিল্লি: ওড়িশার উপকূলের হুইলার দ্বীপে সফল উড়ান পরীক্ষা সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট-এর। উড়ান পরীক্ষায় পাল্লা ও উচ্চতা পর্যন্ত ক্ষেপনাস্ত্রের উড়ান, ক্ষেপণাস্ত্রের অগ্রভাগ থেকে বিচ্ছিন্ন করণ, টর্পোডো নিক্ষেপ এবং ভেলোসিটি রিডাকশন মেকানিজম (ভিআরএম) সহ অভিযানের সমস্ত লক্ষ্য নিখুঁতভাবে পূর্ণ হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এ ব্যাপারে টুইট করে জানিয়েছেন, ‘ডিআরডিও মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট-এর উড়ানের সফল পরীক্ষা করেছে। সাবমেরিন বা ডুবোজাহাজ বিরোধী যুদ্ধের সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এটি যুগান্তকারী প্রযুক্তিগত পদক্ষেপ। এই তাৎপর্যপূর্ণ সাফল্যের জন্য ডিআরডিও এবং সংশ্লিষ্ট সকল পক্ষকেই অভিনন্দন জানাই।’’




স্মার্ট হল শত্রুর সাবমেরিন নিমেষে ধ্বংস করার অত্যাধুনিক বন্দোবস্ত। অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এএসডব্লু)-র ক্ষেত্রে এই উৎক্ষেপণ খুবই তাৎপর্যপূর্ণ।
ডিআরডিও-র চেয়ারম্যান ড. জি সুভাষ রেড্ডি বলেছেন, সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষেত্রে এই টর্পেডো ‘গেম চেঞ্জার’ প্রযুক্তি। সাধারণ টর্পেডোর নিশানার বাইরে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে এই পদ্ধতিতে ধ্বংস করা যাবে।
এর আগে চলতি মাসেই ডিআরডিও লেসার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করেছিল।