চেন্নাই: শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘ভরদা’। তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ভরদা।শুরু হয়েছে ভারী বৃষ্টি। দুই রাজ্যেই জারি হাই অ্যালার্ট।
সকাল থেকেই ‘ভরদা’র প্রভাবে তামিলনাড়ু সহ গোটা চেন্নাই জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস এইমুহূর্তে ‘ভরদা’ চেন্নাই থেকে ৮৭ কিলোমিটার কিমি পূর্ব-উত্তর পূর্বে অবস্থান করছে ।
এরপর ধীরে ধীরে ‘ভরদা’ পশ্চিম দিকে সরে যাবে। তারআগে আজ দুপুরে এই ঘূর্ণিঝড় উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রের দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর থেকে। দুই রাজ্যেই হাই অ্যালার্ট জারি হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে চেন্নাই, তিরুভাল্লোর, কাঞ্চিপুরমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তামিলনাড়ু ও অন্ধ্রে বিভিন্ন অঞ্চলে বিদ্যুত্ পরিষেবা আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।
সেনা, নৌ বাহিনী, বায়ুসেনাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।
ঝড়, বৃষ্টির আশঙ্কায় তামিলনাড়ু সরকার সেখানকার সমস্ত স্কুল, কলেজ বন্ধের নির্দেশিকা জারি করেছে। মত্সজীবীদের আগামী ৪৮ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উচ্চপদস্থ আমলাদের ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখতে বলেছে তামিলনাড়ু সরকার।
ভরদা, এই ঘূর্ণিঝড় ঝড়ের নাম দিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। ভরদা মানে, লাল গোলাপ। ভারত মহাসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নাম সাধারণত ভারতের প্রতিবেশী রাষ্ট্রই দেয়। এর আগে চেন্নাই উপকূলে যে ঘূর্ণিঝড় নাডা আছড়ে পড়েছিল তার নাম দিয়েছিল ওমান।
ঘূর্ণিঝড় ‘ভরদা’ এগোচ্ছে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে, হাই অ্যালার্ট জারি দুই রাজ্যে, বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2016 09:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -