নয়াদিল্লি: দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের তকমা পাওয়ার পথে এগল ট্রেন ১৮। রবিবার কোটা-মাধোপুর শাখায় পরীক্ষামূলক যাত্রায় ভারতের প্রথম লোকোমোটিভ-হীন এই ট্রেন ঘন্টায় ১৮০ কিমি গতির সীমা পেরিয়ে যায় বলে রেল মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন। তিনি বলেন, মোটামুটি সব বড় ধরনের ট্রায়াল হয়ে গিয়েছে, আরও দু-একটা বাকি। সব পরীক্ষার রিপোর্ট দেখে প্রয়োজনে কিছু অদলবদল করে ট্রেন ১৮ কে নিখুঁত করা হবে। এখনও পর্যন্ত কোনও বড় টেকনিক্যাল সমস্যা মাথাচাড়া দেয়নি বলে জানিয়েছেন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এস মনি।
১০০ কোটি টাকা ব্যয়ে দেশীয় নকশায় তৈরি এই ট্রেন চালু হলে তা হবে দেশের সর্বোচ্চ গতির ট্রেন। মনি বলেন, ট্রেন ১৮ আগামী জানুয়ারি থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে বলে আশা। সাধারণত, ট্রায়ালে তিন মাস লাগে। কিন্তু এখন প্রত্যাশার চেয়েও দ্রুত কাজ এগচ্ছে। সব ঠিকঠাক থাকলে ট্রেন ১৮ শতাব্দী এক্সপ্রেসের জায়গা নেবে। ট্রেন ১৮ ঘন্টায় ২০০ কিমি জোরে ছুটতে পারে যদি রেললাইন, সিগন্যাল সিস্টেম তার উপযোগী থাকে।
চলতি অর্থবর্ষে আরও একটি ও পরবর্তী অর্থবর্ষে চারটি ট্রেন ১৮ চালানো হবে বলে জানা গিয়েছে।

গত ২৯ অক্টোবর এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন, ইঞ্জিনবিহীন ট্রেনের সূচনা করেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। ১৬ কামরার এই ট্রেন শতাব্দী এক্সপ্রেসের সমান যাত্রী ধারণে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম যা বিদ্যুত বাঁচায়। রেলকর্তাদের দাবি, পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেন যাত্রীদের আরও নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, বেশি জায়গা দেবে কেননা এর সব যন্ত্রপাতি থাকবে কামরার নীচে।