নয়াদিল্লি: রাজধানী দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী যাবে যে ট্রেন ১৮, তার নাম রাখা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আনুষ্ঠানিক ভাবে এই ট্রেনের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী। ১৬ কামরার এই ট্রেন তৈরি করতে সময় লেগেছে ১৮ মাস। খরচ হয়েছে ৯৭ কোটি টাকা। এটি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। দেশের প্রথম লোকোমেটিভহীন ট্রেন এটি। ৩০ বছরের পুরানো শতাব্দী এক্সপ্রেসের উত্তরাধিকারী বলা হচ্ছে ট্রেন ১৮-কে। যেহেতু পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে, তাই তার নাম বন্দে ভারত এক্সপ্রেস রাখা হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রবিবার তিনি সাংবাদিকদের জানান, এই ট্রেনের ভাবনা যখন প্রথম করা হয়, তার নাম হয় ট্রেন ১৮, এখন জনসাধারণের কাছ থেকে পাওয়া সুপারিশক্রমে নতুন নামকরণ করা হল। ট্রেন ১৮ পরিচিত হবে বন্দে ভারত এক্সপ্রেস নামে। ১৮ মাসে ভারতীয় ইঞ্জিনিয়ার এই ট্রেন বানিয়েছেন। দিল্লি থেকে বারাণসী যাবে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় বিশ্বমানের ট্রেন নির্মাণ সম্ভব, এটা তারই নিদর্শন। পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেন যাত্রাপথে কানপুর, এলাহাবাদ থামবে। এতে থাকবে দুটি এক্সিকিউটিভ চেয়ার কার। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য উন্নত মানের বায়ু নির্গমন ব্যবস্থাও আছে এই ট্রেনে।
গয়াল বলেন, এই ট্রেন পুরোটাই তৈরি হয়েছে ভারতে। আমজনতা এর অনেক নাম সুপারিশ করেছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস নামটাই চূড়ান্ত হয়েছে। সাধারণতন্ত্র দিবস দেশবাসীকে উপহার এই ট্রেন। প্রধানমন্ত্রীকে এর উদ্বোধনের জন্য অনুরোধ করব।
সামগ্রিক নির্মাণ খরচ কমানোর জন্য তিনি রেল বোর্ডকে উত্পাদনে গতি আনতে অনুরোধ করেছেন বলে জানান রেলমন্ত্রী। এও জানান, দেশে এর নির্মাণ উদ্বৃত্ত হলে বিদেশে রপ্তানি করা হবে।
পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি, ট্রেন ১৮ র নাম হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, জানালেন গয়াল
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jan 2019 05:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -