নয়াদিল্লি: ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করার কথা। তার আগে বৃহস্পতিবার দিল্লি ও আগ্রার মধ্যে ট্রায়াল রান চলছিল ট্রেন ১৮-র, যা দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের তকমা পেয়েছে। তার মধ্যেই ট্রেনের ওপর ইট-পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা।
এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন, শতাব্দীর বদলে জায়গা নেবে, চলবে দিল্লি ও বারাণসীর মধ্যে।
যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) এই ট্রেন তৈরি করেছে, তার জেনারেল ম্যানেজার সুধাংশু মনু এদিনের ঘটনা সম্পর্কে ট্যুইট করেন, ট্রেন ১৮ ঘন্টায় ১৮০ কিমি বেগে দিল্লি, আগ্রার মধ্যে চলছে। ট্রেনে রয়েছেন আইসিএফের চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার শ্রীনবাস। রেকর্ড স্থাপনের জন্য ঘন্টায় ১৮১ কিমি গতিবেগ ছুঁল। কিছু দুষ্কৃতী পাথর ছুঁড়ে কাচ ভেঙে দিল। তাকে ধরা যাবে আশা করছি।
ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলকর্তারা।
ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেলের তরফে জনসাধারণের উদ্দেশ্যে আবেদন করা হয়, ট্রেন, রেল স্টেশনের মতো জনগণের সম্পত্তি ভাঙচুর করার মতো কাজ নিন্দনীয়, বিশেষ করে ট্রেন ১৮ র মতো একটি সদ্য নতুন ট্রেনের ক্ষেত্রে। তাঁরা যেন এসব না করেন। এগুলি কিন্তু তাঁদেরই সম্পদ। তাঁদের পরিষেবা দেওয়ার জন্যই এগুলি।
সম্প্রতি দিল্লি রাজধানী রুটে পরীক্ষামূলক ভাবে চালানো হয় ১০০ কোটি টাকা ব্যয়ে আইসিএফ চেন্নাইয়ের তৈরি ট্রেন ১৮। সে সময় ঘন্টায় ১৮০ কিমি গতিবেগ স্পর্শ করে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হয় এটি।
নীল রঙা এই ট্রেনে দুনিয়ার সেরা যাত্রী পরিষেবার সঙ্গে পাল্লা দেওয়ার মতো অনেক কিছুই থাকবে। যেমন চলন্ত ট্রেনে ওয়াইফাই থেকে জিপিএস নির্ভর প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেম, টাচ-ফ্রি বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, এলইডি লাইটিং, মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট, ট্রেনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণকারী সিস্টেম যা বাইরের আবহাওয়া, যাত্রীসংখ্যার সঙ্গে ভিতরের আবহাওয়ার সাযুজ্য রাখবে। এই ট্রেনে থাকছে ৫২টি আসন করে দুটি এক্সিকিউটিভ কামরা, ট্রেলার কামরাগুলিতে থাকবে ৭৮টি করে আসন। ট্রেনের অভিমুখ অনুসারে এক্সিকিউটিভ কামরার আসনগুলি ঘুরে যাবে।
প্রাথমিক পরিকল্পনা অনুসারে, নয়াদিল্লি থেকে সকাল ৬টায় এই ট্রেন যাত্রা শুরু করে বেলা দুটোয় বারাণসী পৌঁছবে। আবার বেলা আড়াইটায় বারাণসী থেকে ছেড়ে সাত সাড়ে ১০টায় নয়াদিল্লি পৌঁছবে।
ট্রায়ালের সময় ট্রেন ১৮-র সাফল্যে খুশি হয়ে রেলমন্ত্রী পীযূষ গয়াল সম্প্রতি আইসিএফকে চলতি আর্থিক বছরে আরও চারটি এ ধরনের ট্রেন তৈরি করতে বলেছেন।
দিল্লি-আগ্রা ট্রায়াল রানের সময় ট্রেন ১৮-র ওপর দুষ্কৃতীদের পাথর, ভাঙল কাচ, ভাঙচুর থেকে বিরত থাকতে জনসাধারণকে আবেদন রেলওয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2018 08:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -