লখনউ: ফের ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের তুন্ডলার কাছে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কালিন্দী এক্সপ্রেসের। এর ফলে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়। রাত ১টা ৪০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। শুরু হয়েছে উদ্ধারকার্য।
এই দুর্ঘটনার জেরে তুন্ডলা-গাজিয়াবাদ মেইন শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ডাউন ট্রেনগুলিকে ভায়া গাজিয়াবাদ ও আপ ট্রেনগুলিকে ভায়া আগরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তুন্ডলা, হাথরাস, কানপুরে খোলা হয়েছে হেল্প লাইন।
রেল সূত্রে খবর, ভিওয়ানি-কানপুর কালিন্দী এক্সপ্রেস দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা মালগাড়িটি একই লাইনে চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দুটি ট্রেনের সংঘর্ষ হয়। তবে দুটি ট্রেনেরই গতি কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উত্তরপ্রদেশে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহতের খবর নেই
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 07:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -