নয়াদিল্লি: মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে এবার রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসে ভ্রমণের সুযোগ। আগামী এপ্রিল থেকে যাত্রীদের জন্য এই সুবিধা চালু করতে চলেছে রেল। মেল ও এক্সপ্রেস ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা এই সুবিধা পাবেন। তবে এজন্য টিকিট বুকিংয়ের সময় এই ‘বিকল্প’ যাত্রা বাছাই করতে হবে যাত্রীদের। নয়া প্রকল্প অনুসারে, মেল ও এক্সপ্রেস ট্রেনের টিকিট কনফার্ম না হলে যাত্রীরা তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পরবর্তী বিকল্প ট্রেনে যাত্রার সুবিধা পেতে পারেন। এ জন্য সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে কোনও অতিরিক্ত অর্থ নেওয়া হবে না বা ভাড়ার পার্থক্যের কারণে তাঁরা উদ্বৃত্ত অর্থ ফেরতও পাবেন না।
প্রকল্পের নাম ‘বিকল্প’। রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো প্রিমিয়ার ট্রেনগুলির খালি সিট ব্যবহার করে যাত্রীদের বিকল্প ট্রেনে যাত্রার সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য।
বিভিন্ন কারণে টিকিট বুকিং বাতিলের জন্য প্রতি বছর রেলকে সাড়ে সাত হাজার কোটি টাকা ফেরত দিতে হয়।
এই প্রকল্পকে যাত্রী-বান্ধব হিসেবে অভিহিত করেছেন রেলের এক পদস্থ আধিকারিক। তাঁর কথায়-দুটি লক্ষ্য পূরণের জন্য এই প্রকল্প। প্রথমত, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সিট বরাদ্দ করা। দ্বিতীয়ত, খালি সিটের সর্বাধিক ব্যবহার।
বর্তমানে ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হয়েছে গত ১ নভেম্বর থেকে। অনলাইন বুকিং ছাড়াও কাউন্টারে কাটা টিকিটের ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
১ এপ্রিল থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে রাজধানী, শতাব্দীতে যাত্রার সুবিধা
ABP Ananda, web desk
Updated at:
22 Mar 2017 11:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -