নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার সম্প্রতি দাবি করে মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআই বা ইসলামিক স্টেটের যোগ রয়েছে। এরা দেশের নিরাপত্তার জন্যে বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই দাবিকে সঠিক নয় বলে, দেশের শীর্ষ আদালতে এক রোহিঙ্গা উদ্বাস্তু হলফনামা দাখিল করে। হলফনামায় দাবি করা হয়েছে, তাদের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই। বরং তাদের তিব্বত বা শ্রীলঙ্কা থেকে আসা উদ্বাস্তুদের মতোই যেন ভাবে ভারত সরকার।
শুক্রবার এই হলফনামা দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। সেখানেই কেন্দ্রের এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের জঙ্গি যোগের স্বপক্ষে কোনও প্রমাণ কেন্দ্র দাখিল করতে পারেনি বলেও হলফনামায় বলা হয়েছে। কেন্দ্রের দাবির বিরোধিতা করে রোহিঙ্গারা সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কাশ্মীর বিধানসভায় এক বক্তব্যের কথাও উল্লেখ করে। মেহবুবা মুফতি বিধানসভায় দাবি করেছিলেন উপত্যকায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে রোহিঙ্গাদের কোনও যোগ নেই। যদিও ৩৮ জন রোহিঙ্গার বিরুদ্ধে মোট ১৭টি এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে সীমান্তে নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টে এর মধ্যেই দুজন রোহিঙ্গা মুসলিম কেন্দ্রের দাবিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে। প্রসঙ্গত, কেন্দ্র সম্প্রতি দাবি তুলেছে মায়ানমারে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানো হবে। এই বিষয়ে আদালতে শুনানি রয়েছে আগামী ৩ অক্টোবর। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে এই উদ্বাস্তু সম্প্রদায়।
সন্ত্রাসবাদের সঙ্গে যোগ নেই, তিব্বতি বা শ্রীলঙ্কার উদ্বাস্তুদের মতোই আমরা, সুপ্রিম কোর্টকে রোহিঙ্গা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2017 10:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -