নয়াদিল্লি: বৃহস্পতিবার লোকসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিরোধী বিল, যাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাৎক্ষনিক স্ত্রীকে তিন তালাক ঘোষণা করে বিয়ে ভেঙে দেওয়ার প্রথাকে অপরাধ বলে গণ্য করার প্রস্তাব রয়েছে। সংসদের নিম্নকক্ষের কার্য্যাবলীর তালিকায় রয়েছে মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা)বিলটি। সেটি ২৮ ডিসেম্বর সেখানে পেশ করার কথা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। খসড়া বিলটি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রী গোষ্ঠী। বিলে মৌখিক, লিখিত বা ইমেল, এসএমএস ও হোয়াটসঅ্যাপ, যে কোনও মাধ্যমে ঘোষিত একতরফা তিন তালাক বা তালাক-ই-বিদ্দত প্রথাকে বেআইনি, বাতিল বলা হয়েছে। তিন তালাক ঘোষণা করা স্বামীর তিন বছরের কারাবাস, জরিমানার বিধিও রাখা হয়েছে বিলে। জরিমানার অঙ্ক স্থির করবেন মামলার শুনবেন যে ম্যাজিস্ট্রেট, তিনি। চলতি মাসেই বিলটি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বিলটি গত সপ্তাহেই সংসদে পেশ হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়কমন্ত্রী অনন্ত কুমার সেটি এ সপ্তাহে পেশ হবে বলে পরে জানান।
সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে তিন তালাক বাতিল বলে খারিজ করে দেওয়ার পরও মুসলিম সমাজে এখনও বহাল রয়েছে কুপ্রথাটি। সেজন্যই আইন করে তা বন্ধ করার উদ্যোগ নরেন্দ্র মোদী সরকারের।
বিলটি শুধুমাত্র তাৎক্ষণিক তিন তালাকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেটি আইনে পরিণত হলে তিন তালাকের শিকার মহিলারা নিজের ও বাচ্চাকাচ্চার ভরণপোষণের জন্য পর্যাপ্ত অর্থ দাবি করে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবেন। পাশাপাশি তাঁরা নাবালক সন্তানের হেফাজতও দাবি করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেটই।
বৃহস্পতিবার লোকসভায় পেশ তাৎক্ষনিক তিন তালাক বিরোধী বিল
Web Desk, ABP Ananda
Updated at:
26 Dec 2017 06:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -