নয়াদিল্লি: তিন তালাক ও বহুবিবাহ পুরুষতান্ত্রিক প্রথা যা সমাজে মহিলাদের ভূমিকাকে অবমাননা করে। এর ফলে মহিলারা সামাজিক ও আর্থিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েন। সুপ্রিম কোর্টে ফের নতুন করে বলল কেন্দ্র।


এনডিএ সরকার জানিয়েছে, গত ৬৫ বছরে মুসলিম ব্যক্তিগত আইনের কোনও সংস্কার হয়নি। মুহূর্তের মধ্যে ডিভোর্সের আশঙ্কায় কাঁটা হয়ে থাকেন মুসলিম মহিলারা।

সুপ্রিম কোর্টে ফের এ ব্যাপারে লিখিতভাবে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। তাতে তারা বলেছে, এটা হয়তো সত্যি, যে সরাসরি খুব বেশি মহিলা তিন তালাকের শিকার হননি। কিন্তু ঘটনা হল, এই আইনের আওতায় পড়া প্রত্যেক মহিলা ভয় ও আশঙ্কায় জীবন কাটান, যদি তাঁর ওপরেও এই নিয়মের খাঁড়া এসে পড়ে। আর এই ভয় সরাসরি প্রভাব ফেলে তাঁর মর্যাদা, পছন্দ অপছন্দ, আচরণ ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকারে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে বলেছে, নিকাহ হালালা ও বহুবিবাহ হয়তো অনাকাঙ্খিত কিন্তু তা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ। সে ব্যাপারে কেন্দ্রের মন্তব্য, কোনও অনাকাঙ্খিত ব্যবস্থাকে অবিচ্ছেদ্য করে তোলা উচিত নয়। তিন তালাক ও বহুবিবাহের অধিকারকে পুরুষতান্ত্রিক প্রথা বলে ব্যাখ্যা করেছে নরেন্দ্র মোদী সরকার, যা সমাজে মহিলাদের ভূমিকাকে দমিত করে রেখেছে। অথচ লিঙ্গ সমতা, স্বাধীনভাবে বাঁচা সংবিধানগত অধিকার।