আগরতলা: মানিক সরকারের সামনে তিনটে রাস্তা খোলা আছে। তিনি পশ্চিমবঙ্গে যেতে পারেন, যেখানে এখনও সিপিএমের কিছু শক্তি আছে। তিনি কেরলেও চলে যেতে পারেন যেখানে ওনার দল এখন ক্ষমতায়, আরও তিন বছর কেরল শাসন করবে। নয়তো তিনি বাংলাদেশেও যেতে পারেন। ত্রিপুরায় দলের নজিরবিহীন নির্বাচনী সাফল্যের পর বললেন বিজেপি নেতা তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ত্রিপুরায় টানা দু দশকের বেশি বাম শাসনের অবসান হতে চলেছে। গেরুয়া ঝড়ে পতন লাল দূর্গের। এমনই প্রবল বামবিরোধী হাওয়া বইছে যে, মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজের জেতা আসন ধরে রাখতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গণনায় তিনি এই এগিয়ে, তো পরক্ষণই পিছিয়ে।
এই প্রেক্ষাপটেই মানিক সরকার সম্পর্কে প্রশ্ন করা হলে এই কটাক্ষ করেন হিমন্ত।
অতীতে তিনি বিতর্ক তুলেছিলেন এই মন্তব্য করে যে, রাজ্য বিধানসভা ভোট হয়ে যাওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে, সীমান্তে অপরাধ বাড়ছে, এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাম সরকারের সমালোচনা করে নিজের কেন্দ্র ধানপুরে জনসভায় ওই মন্তব্য করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত তিনি নিজে হয়ত জিতবেন, কিন্তু ক্ষমতা হাতছাড়া হতে চলেছে সিপিএম পলিটব্যুরো সদস্য, চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের।