নয়াদিল্লি: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তার মধ্যেই ত্রিপুরা সিপিএমকে চরম বিড়ম্বনায় ফেলে দিল দলের ছাত্র শাখা এসএফআইয়ের কিছু লোকজনই। উনোকোটি জেলায় সরকারি কলেজে নবীন বরণ উত্সবে নতুন ছাত্রছাত্রীদের হাতে কিনা এসএফআইয়ের তরফে উপহার হিসাবে তুলে দেওয়া হল ‘আই লাভ মোদী’ লেখা পেন! সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর অভিযোগে যে প্রধানমন্ত্রীকে উঠতে বসতে সমালোচনায় বিদ্ধ করেন সীতারাম ইয়েচুরিরা, তাঁকেই কিনা ভালবাসার কথা! ব্যাপারটা ধরা পড়ার পর অবশ্য সঙ্গে সঙ্গে সেই পেন ফিরিয়ে নেন এসএফআই নেতারা। কিন্তু তাতে অস্বস্তি এড়ানো যায়নি। সিপিএমের মতো সংগঠন ও ক্যাডারভিত্তিক দলে কী করে এমন ভুল হল, সেই প্রশ্ন উঠছে। রাজ্যে ক্ষমতায় রয়েছে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার, যার মাথায় রয়েছেন মানিক সরকার। রাজ্য নেতৃত্ব তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এ ব্যাপারে। পার্টির তরফে এসএফআই নেতাদের তদন্ত করে দেখতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এসএফআই নেতা আবার একটি সংবাদপত্রকে সাক্ষাত্কারে এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন।