আগরতলা: বেকারি সমস্যা মোকাবিলায় শীঘ্রই ব্যাঙ্ক লোনের মাধ্যমে ত্রিপুরার ৫০০০ কৃষক পরিবারকে ১০ হাজার গরু বিলির প্রকল্প চালু করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রকল্পের আওতায় চাষিদের ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে গরু কিনতে হবে। ব্যাঙ্কঋণের সুদ দেবে রাজ্য সরকার। রবিবার বিজেপির কৃষক শাখা ত্রিপুরা প্রদেশ কৃষক মোর্চার এক সভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী।
তাঁকে উদ্ধৃত করে রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী নবেন্দু ভট্টাচার্য্য এক বিবৃতিতে জানান, ঋণ দেওয়ার জন্য গ্রামগুলিকে চিহ্নিত করে সেখানকার ঋণপ্রাপক বাসিন্দাদের বাছাই করা হবে। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেছেন, সরকার ৫০০০ কৃষক পরিবারের জন্য ১০ হাজার গরুর ব্যবস্থা করবে, যাতে কিছুটা হলেও বেকারি সমস্যা দূর করা যায়, দুধের চাহিদা মেটে, অপুষ্টির মোকাবিলায় সুবিধা হয়। সরকার দুধ সংগ্রহের ব্যবস্থা ও তার বিপননের আয়োজন করবে। প্রকল্পটি ডিসেম্বর নাগাদ চালু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তিনি এও ঘোষণা করেন, শীঘ্রই ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) সরাসরি চাষিদের কাছ থেকে ধানও সংগ্রহ করবে।
রাজ্যের বিগত বাম সরকার চাষিদের সমস্যাবলী, অভাব, অভিযোগের দিকে কোনও নজরই দেয়নি, ফলে তাদের অনেকেই মাদক চাষে ঝুঁকেছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমরা এটা বন্ধ করেছি। তারা এখন ডালের চাষ করছে।





মুখ্যমন্ত্রীর বক্তব্য, শিল্প গড়তে কোটি কোটি টাকা লাগে, কিন্তু গরু বিলির মাধ্যমে ৬ মাসে আয় সুনিশ্চিত করা সম্ভব হবে। আমি বড় শিল্প স্থাপনের বিরোধী নই, কিন্তু তাতে ২ হাজার লোককে কাজ দিতে গেলে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। কিন্তু ৫ হাজার পরিবারকে ১০০০০ গরু দিলে ৬ মাসে তারা আয় করা শুরু করে দেবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী আবাসে আমার পরিবার গোপালন শুরু করবে, গরুর দুধ খাবে বলে আজ ঘোষণা করছি। ত্রিপুরার মানুষও একই কাজে উত্সাহ পাবে, অপুষ্টি মোকাবিলায় সাহায্য করবে।
কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রীর এ ধরনের প্রস্তাব নতুন, এই প্রথম নয়। গত আগস্টে তিনি বলেন, সরকারি চাকরির জন্য ত্রিপুরার যুবকরা রাজনৈতিক দলগুলির পিছনে ঘুরঘুর করে। এভাবে মূল্যবান সময় নষ্ট না করে বরং ওরা দুধ দুইয়ে বা পানের দোকান করে অর্থোপার্জন করতে পারে। সরকারি চাকরির জন্য নেতাদের পিছনে ছুটে কী লাভ? স্নাতকরা গরু নিয়ে দুধ বেচে ১০ বছরে ১০ লক্ষ টাকা আয় করুক। রাজনৈতিক দলের দরজায় না ঘুরে পান দোকান খুলে বসলে এতদিনে ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালান্স হয়ে যাবে।