আগরতলা: স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে ত্রিপুরায় ২১টি ই-হসপিটাল ও জিপিএস যুক্ত এবং জীবনদায়ী ব্যবস্থাসম্পন্ন ৫০টি অ্যাম্বুল্যান্স চালু করতে চলেছে ত্রিপুরার নতুন সরকার। আজ এই ঘোষণা করেছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ। তিনি বলেছেন, ‘নতুন (ই-হসপিটাল) ব্যবস্থার ফলে স্বাস্থ্য সংক্রান্ত নথি, অনলাইনে ভর্তি, ওষুধ মজুতের উপর নজরদারি, সাপ্লাই চেন ম্যানেজমেন্টের বিষয়টি সহজ হবে।’

ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, রাজ্যে চিকিৎসক ও চিকিৎসা কর্মীর অভাব আছে। প্রায় ৩,০০০ পদ খালি। রাজ্যের বাসিন্দাদের অন্য রাজ্যে চিকিৎসা করাতে যেতে হয়। সেই কারণে রাজ্য সরকার চুক্তির ভিত্তিতে সুপার-স্পেশালিস্ট এবং নিউরোসার্জারি, নেফ্রোলজি ও কার্ডিওলজির ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলগুলিতে আরও স্বাস্থ্যশিবির করা হবে। চিকিৎসকদের আন্ত্রিক, ম্যালেরিয়ার মতো মহামারী রোখার জন্য আগাম ব্যবস্থা এবং ওষুধের জেনেরিক নাম লেখার নির্দেশ দেওয়া হয়েছে।