আগরতলা: ত্রিপুরায় আগামী পাঁচ বছরের মধ্যেই কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় রাজ্য সরকার। বিধানসভার অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে এমনই জানালেন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেছেন, ‘ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি-নির্ভর। রাজ্যের অধিকাংশ মানুষ আয়ের জন্য কৃষির উপর নির্ভরশীল। আমার সরকার কৃষির উন্নতি ও কৃষকদের কল্যাণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। কৃষি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা এবং চাষের খরচ কমানোর মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করাই আমার সরকারের লক্ষ্য।’
ত্রিপুরার রাজ্যপাল আরও বলেছেন, কৃষকদের সাহায্য করার জন্য রাজ্যের প্রতিটি মহকুমায় কৃষকবন্ধু কেন্দ্র গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনের প্রচারে সিপাহিজোলা জেলার সোনামুড়ায় গিয়ে বলেছিলেন, ত্রিপুরায় তাঁদের লক্ষ্য ‘হীরা’ (হাইওয়ে, ইন্টারনেট ওয়েজ, রেলওয়েজ ও এয়ারওয়েজ)। সেই অনুযায়ী পরিকাঠামোর উন্নতি করবে রাজ্য সরকার। খাদ্য প্রক্রিয়াকরণ, বাঁশ, প্লাস্টিক, তথ্য-প্রযুক্তি, বস্ত্রশিল্পের উন্নতির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই রাজ্য সরকারের লক্ষ্য। প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে ত্রিপুরাকে অপরাধমুক্ত রাজ্য গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মহিলাদের নিরাপত্তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
৫ বছরেই কৃষকদের আয় দ্বিগুণ করা ত্রিপুরা সরকারের লক্ষ্য, জানালেন রাজ্যপাল তথাগত রায়
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2018 08:16 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -