নয়াদিল্লি: দেশের উত্তরপূর্বাঞ্চলের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। তিন রাজ্যে দু দফায় ভোট গ্রহণ হবে।
ত্রিপুরায় ভোট ৮ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি ভোট। ৩ মার্চ ভোট গণনা।
তিন রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ মার্চ মাসে সমাপ্ত হচ্ছে।
তিন রাজ্যের ভোটেই ভিভিপ্যাট (VVPAT) ব্যবহার করা হবে।
এদিন ভোটের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গেল আর্দশ নির্বাচন আচরণ বিধি।
মেঘালয় বিধানসভায় রয়েছে ৬০ আসন। গত দুবার রাজ্যে ভোটে ক্ষমতায় এসেছিল কংগ্রেস সরকার। এবার মূল লড়াই কংগ্রেস, বিজেপি ও এনসিপি-র মধ্যে।
৬০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার এবারের নির্বাচন আকর্ষণীয় হতে চলেছে। ১৯৯৮ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নাগাল্যান্ডেও বিধানসভায় রয়েছে ৬০ আসন। ২০০৩ থেকে রাজ্যে ক্ষমতাসীন রয়েছে ন্যাগাল্যান্ড পিপলস ফ্রন্ট সরকার। এই দল এনডিএ-র শরিক। ভোটে লড়াই এনডিএ বনাম কংগ্রেস।
ত্রিপুরায় ভোট ১৮ ফেব্রুয়ারি, মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি, ফলাফল ৩ মার্চ, ঘোষণা নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2018 12:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -