এক্সপ্লোর
Advertisement
হেলিকপ্টারে ৪০ মিনিটে তিরুঅনন্তপুরম থেকে হৃদপিন্ড পৌঁছল কোচিতে, সফল অস্ত্রোপচার
হৃদপিন্ড প্রতিস্থাপনে বড়সড় সাফল্য পেল কেরল। পুলিশের হেলিকপ্টারে করে ৪০ মিনিটে তিরুঅনন্তপুরম থেকে কোচি পৌঁছল হৃদপিন্ড। তারপর তা সফল অস্ত্রোপচারে প্রতিস্থাপিত হল।
তিরুঅনন্তপুরম: হৃদপিন্ড প্রতিস্থাপনে বড়সড় সাফল্য পেল কেরল। পুলিশের হেলিকপ্টারে করে ৪০ মিনিটে তিরুঅনন্তপুরম থেকে কোচি পৌঁছল হৃদপিন্ড। তারপর তা সফল অস্ত্রোপচারে প্রতিস্থাপিত হল।
জোসে চাকো পেরিয়াপুরমের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল কোচির লিসি হাসপাতাল থেকে শনিবার সকাল ১০টা নাগাদ তিরুঅনন্তপুরমে কেআইএমএস হাসপাতালে পৌঁছনোর পর গোটা প্রক্রিয়া শুরু হয়। শুক্রবারই লালী গোপীনাথ নামের ৫০ বছর বয়সী এক মহিলার ব্রেন ডেথ হয়েছে ঘোষণা করা হয়েছিল। তাঁর হৃদপিন্ড সংগ্রহ করা হয়।
লিসি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮ বছর বয়সী এক মহিলা। গতবছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে যাঁর হৃদযন্ত্রে একাধিক সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে, লালী স্কুলশিক্ষিকা ছিলেন। গত শুক্রবার ব্রেন ডেথ হয়েছে ঘোষণা করার পর তাঁর মেয়ে অঙ্গদান করার ইচ্ছা প্রকাশ করেন। তখনই হৃদপিন্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। কোচির ওই রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রাজি করান চিকিৎসক চাকো। হৃদপিন্ডটি নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে চপারটি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। হাসপাতাল থেকে হেলিপ্যাড পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা গ্রিন করিডর করে ফেলে পুলিশ। দুপুর ২.৪০ নাগাদ কেআইএমএস হাসপাতাল থেকে রওনা হয়ে ৫ মিনিটে সেই রাস্তা পার করে অ্যাম্বুলেন্স। ৩.১০-এ আকাশপথে রওনা হয়ে হেলিকপ্টারটি কোচি পৌঁছয় ৩.৫০-এ। লিসি হাসপাতালে হৃদপিন্ডটি পৌঁছয় ৩.৫৪-তে। শুরু হয়ে যায় অস্ত্রোপচার।
মাওবাদী দমন কর্মসূচিতে কাজে লাগানো হবে বলে হেলিকপ্টারটি মাসিক ১.৪৪ কোটি টাকার বিনিময়ে পবন হংস সংস্থা থেকে ভাড়া নিয়েছে কেরল পুলিশ। মানুষের প্রাণরক্ষায় হেলিকপ্টারটি ব্যবহার করতে দেওয়ার সর্বত্র প্রশংসিত হয়েছে কেরল প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement