নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরগামী একটি ট্রাক থামিয়ে সেটির মুসলিম ড্রাইভারদের দিয়ে জোর করে ‘ভারত মাতা কী জয়’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলানোর অভিযোগ উঠেছে শিবসেনার পঞ্জাব শাখার কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অমরনাথ তীর্থযাত্রীদের হেনস্থার প্রতিবাদেই এই কাজ করেছে তারা।
এর মধ্যে কয়েকজন ট্রাক-চালক তা বলতে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাদের দিয়ে জোর করে পাকিস্তানের পতাকা পোড়ানোরও অভিযোগ উঠেছে।
শিব সেনার পঞ্জাব শাখার প্রধান রাজীব টন্ডন জানিয়েছেন, কাশ্মীরি মুসলিমরা অমরনাথ যাত্রার হিন্দু তীর্থযাত্রীদের সঙ্গে কী করেছিল... আমরা তো সেখানে তাদের শুধু ‘ভারত মাতা কী জয়’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলতে বলেছি।
যদিও পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।