বেঙ্গালুরু:  সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচওয়ান বি ভিসার ওপর জারি করা নিষেধাজ্ঞা কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করে দেবে এবং সেটা খুব শীঘ্রই বুঝতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প, মন্তব্য নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের।

আমেরিকার বাসিন্দাদের স্বার্থরক্ষার্তে এইচওয়ান বি ভিসার ওপর না না নিয়ম লাগু করেছেন ট্রাম্প। এরফলে ভারতীয় কর্মীর সংখ্যা এবার সেখানকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র এবং সফ্টওয়্যার সংস্থাগুলোতে কমে যাবে। অথচ এদেশ থেকে যাওয়া এই উচ্চ শিক্ষিত ভারতীয়রাই মার্কিন মুলুকের সফ্টওয়্যার সংস্থাগুলোর উন্নতিতে বিশাল ভূমিকা নিয়েছে। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক এই সিদ্ধান্তে সেই উন্নতির গতি মারাত্মক শ্লথ হয়ে যাবে, দাবি কান্তের।

তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র চিরকালই খোলা অর্থনীতিতে বিশ্বাসী। প্রসঙ্গত, বিশ্বের সমস্ত দেশ যেমন জাপান, কোরিয়া, চিন, আমেরিকা খোলা অর্থনীতির হাত ধরেই উন্নয়নের একের পর এক ধাপ পেরিয়েছে। কিন্তু আজ হঠাৎ করে মুক্ত অর্থনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমেরিকা বলছে তারা ক্লোজ ট্রেডে বিশ্বাসী। এটা আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন কান্ত।

তিনি আমেরিকার উদ্দেশ্যে তোপ দেগে বলেন নিজের উন্নতির সময় মুক্ত অর্থনীতিতে বিশ্বাসী, অথচ অন্য দেশের উন্নতির সময় আমি ক্লোজ ট্রেডে বিশ্বাসী, কেউ মেনে নেবে না।

কান্ত এক প্রশ্নত্তোর পর্বে একথা বলেন। সেখানে তিনি আরও বলেন, ট্রাম্প তাঁর সিদ্ধান্তের ভুল অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন, কারণ সমস্ত জিনিষের উত্পাদনের খরচ একলাফে অনেকটা বেড়ে যাবে। এরফলে দাম বাড়বে সমস্ত জিনিষের। বিশ্বায়ন এখন উন্নতির মন্ত্র। বিশ্বের একটা বৃহৎ অর্থনীতি আজ কখনও দাবি করতে পারে না, তারা ক্লোজ ট্রেডে বিশ্বাস করে।