নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তানকে ধমক দিয়ে আর্থিক সহায়তা বন্ধ করে কড়া বার্তা দিয়েছেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিরই ফল বলে দাবি বিজেপির। মোদীর কূটনীতির চাপেই তিনি পাকিস্তানের প্রতি কঠোর হয়েছেন বলার পাশাপাশি ট্যুইট করে কংগ্রেসকেও কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও। পাকিস্তানকে মিথ্যাবাদী বলায়, পাকিস্তানের প্রতারণার অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ, এটা বুঝিয়ে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন। প্রিয় রাহুলজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর কূটনীতির ফল দেখুন। ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করা ছেড়ে কবে আপনারা পাকিস্তানের 'নাটকবাজি' দেখতে পাবেন? তিরস্কারের পর পাকিস্তানের গলা জড়িয়ে ধরতে আয়ারদের পাঠাচ্ছেন কি?




গতকাল কড়া ট্যুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা বোকার মতো গত ১৫ বছর ধরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারের বেশি দিয়েছে। কিন্তু ওরা আমাদের নেতাদের বুদ্ধু মনে করে মিথ্যাচার, প্রতারণা ছাড়া কিছুই দেয়নি আমাদের। আফগানিস্তানে আমরা যে জঙ্গিদের খুঁজে বেড়াই, তাদের ওরাই নিরাপদ আশ্রয় দেয়। কিন্তু আর নয়!