হায়দরাবাদ: প্রধানমন্ত্রীর সোনার বদলে টাকা প্রকল্পে সাড়ে সাত টন সোনা রাখার কথা ভাবছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। তিরুমালা তিরুপতি দেবস্থানম জানিয়েছে, ১.৩ টন সোনা কিছুদিন আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা করেছে তারা। কয়েকটি নিয়ম শিথিল করা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চলছে, সরকার সবুজ সঙ্কেত দিলে তারা সোনার বদলে টাকা প্রকল্পে যাবতীয় সোনা রাখবে।

সরকারি এই প্রকল্পে মূলত তিনটি স্কিম রয়েছে, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি স্কিমে সোনার সুদও পাওয়া যায় সোনাতেই। কিন্তু মধ্য ও দীর্ঘমেয়াদিতে মূলধন সোনা বা টাকায় ফেরত পাওয়া গেলেও ২.৫% সুদ দেওয়া হয় শুধু টাকায়। তবে তিরুপতি কর্তৃপক্ষের অনুরোধে সেই সুদ সোনাতেই দিতে রাজি হয়েছে কেন্দ্র। কিন্তু সমস্যা হল, সুদের হিসেব কষা হবে সোনা জমা দেওয়ার সময়ের হিসেবে, তা তোলার সময় হিসেব করে নয়। তাতে আপত্তি রয়েছে মন্দির কর্তৃপক্ষের। ওই শর্তটি বদলে দিতে কেন্দ্রকে অনুরোধ করেছে তারা। হিন্দু মন্দিরগুলির মধ্যে সম্পদের মাপকাঠিতে শীর্ষে থাকা তিরুপতিতে প্রতি বছর ৮০০ কেজি থেকে ১ টন সোনা নিবেদন করেন ভক্তরা। সেগুলি বিভিন্ন স্কিমের আওতায় জমা থাকে বিভিন্ন ব্যাঙ্কে।