নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে অপপ্রচারের যে কোনও কৌশল নিতেই  কসুর করে না পাকিস্তান। আর এক্ষেত্রে  তাড়াহুড়োয় এমন ভুল তারা করে ফেলে যে, সারা বিশ্বের সামনে তাদের হাসির খোরাক হতে হয়। তাড়াহুড়োয় পাকিস্তানের গলতির আরও একটা ঘটনা ঘটল। এক ভারতীয় ছাত্রীর ছবি বিকৃত করায় একটি পাকিস্তানি ওয়েবসাইটের অ্যাকাউন্ট সাসপেন্ড করল ট্যুইটার কর্তৃপক্ষ।
পুরো ঘটনার সূত্রপাত কাওয়ালপ্রিত কউর নামে এক ভারতীয় ছাত্রীর ট্যুইটার হ্যান্ডেলের একটি ছবি ঘিরে। আসলে কাওয়ালপ্রিত দেশে গণপিটুনির ঘটনার প্রতিবাদে ২০১৭-র জুনের প্রচার অভিযান নট ইন মাই নেম-এ অংশ নিয়েছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে প্ল্যাকার্ড হাতে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি একজন ভারতীয় নাগরিক।  দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পাশে রয়েছি। দেশে মুসলিমদের গণপিটুনির বিরুদ্ধে আমি লেখা চালিয়ে যাব। #citizensagainstmoblynching'
আর কাওয়ালপ্রিতের এই ছবিটিই বিকৃত করে পাক ডিফেন্স নামে ট্যুইটার হ্যান্ডেলে ব্যবহার করা হয়। কাওয়ালপ্রিতের হাতের থাকা প্ল্যাকার্ডের লেখা বদলে ভারত বিরোধী মন্তব্য লেখা হয়।
পাকিস্তানের এই অপপ্রচারের কৌশল শুরুতেই ধরা পড়ে যায়। কাওয়ালপ্রিত এ ব্যাপারে ট্যুইটারের কাছে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ামাত্র ট্যুইটার পাক ডিফেন্স নামে এই ট্যুইটার হ্যান্ডেল বন্ধ করে দেয়।
কাওয়ালপ্রিত পাক ডিফেন্সের ওই বিকৃত ট্যুইটটি সম্পর্কে যাঁরা রিপোর্ট করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।





উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে অপপ্রচারের জন্য পাকিস্তানের এই ভুয়ো ছবির ব্যবহারের কৌশল নতুন নয়। এর আগে রাষ্ট্রপুঞ্জে পাক দূত মালিহা লোদী প্যালেস্তিনিয় মহিলার ছবি কাশ্মীরীর বলে দাবি করেছিলেন। সেই জালিয়াতি ফাঁস হওয়ার পর রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখ পুড়েছিল।