ইটানগর: হাইস্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে চড়-থাপ্পড় মেরে নগ্ন করে রাস্তায় হাঁটানো হল অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায়। ইয়কিয়ং মার্কেট এলাকায় উত্তেজিত জনতা ওই দুজনকে নিগ্রহের পর তুলে দেয় পুলিশের হাতে। জনতার মধ্যে মহিলারাও ছিলেন। আরও দুই অভিযুক্ত পলাতক।
ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) জন নেইহালাইলা জানান, ১৭ বছরের মেয়েটিকে গত ২৫ মার্চ রাতে নির্মীয়মান গাঁধী সেতুর কাছে তার বয়ফ্রেন্ড সহ চারজন ধর্ষণ করে বলে অভিযোগ। পরদিন খবর পায় পুলিশ।
অভিযুক্তরা সকলেই পাংকাং গ্রামের।
পলাতক দুই অভিযুক্তের সন্ধানে জেনগিং এলাকায় পুলিশ টিম পাঠানো হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। অপরাধীদের সাজা দেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা চান, নাবালিকারা যাতে অপরিচিতদের সঙ্গে অপরিচিত এলাকায় এবং সন্ধ্যার পর কোথাও না যায়, সেই পরামর্শও দেন।
মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নাগরিক সমাজকে সজাগ থাকার আবেদন করে তিনি বলেন, এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে সংগঠিত উদ্যোগ নিলে এর মোকাবিলা সম্ভব।
অরুণাচল প্রদেশ রাজ্য মহিলা কমিশন আপার সিয়াং-এর এসপি-কে বলেছে, দোষীদের পকসো আইনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে উদ্যোগ নিন।
এ বছরেই এই নিয়ে দুটি ধর্ষণ হল আপাং সিয়াঙে। ২২ ফেব্রুয়ারি ৬ বছরের একটি মেয়েকে তার শিক্ষকই ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
অরুণাচলে ইদানিং গণরোষ, অপরাধের অভিযোগ ওঠামাত্রই বাছবিচার না করেই জনতার চটজলদি সাজা দেওয়ার প্রবণতা মাথাচাড়া দেওয়ায় রাজ্য সরকার গত ১৬ মার্চ আইন চালু করে যাতে ১২-র কম বয়সি মেয়েদের ধর্ষণে দোষীর মৃত্যুদণ্ড হবে।