নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একসময়ের বরিষ্ঠ নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে বিশ্ববিদ্যালয়গুলিতে চেয়ারের প্রস্তাবে সম্মতি দিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এর মাধ্যমে গবেষকরা উপাধ্যায়ের কাজ ও আদর্শ নিয়ে পড়াশোনা করতে পারবেন।


একইসঙ্গে এ দেশে ২০টি আন্তর্জাতিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যাপারে ইউজিসি সম্মতি দিয়েছে।

ডিসেম্বরে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে চেয়ার সৃষ্টির প্রস্তাব রাখে, যাতে তাঁর আর্থ-সামাজিক চিন্তাভাবনা ও অখণ্ড মানবতা বা ইনটিগ্রাল হিউম্যানিজম সম্পর্কিত তত্ত্ব নিয়ে পড়াশোনা করা যেতে পারে।

এর ফলে বিশ্ববিদ্যালয়গুলি পণ্ডিত উপাধ্যায়ের নামে চেয়ার সৃষ্টির প্রস্তাব ইউজিসি-তে পাঠাতে পারবে, উচ্চশিক্ষা সংক্রান্ত এই সংস্থা বিবেচনা করবে প্রস্তাবগুলি।

বিশ্ববিদ্যালয়ে চেয়ার সৃষ্টির যোগ্য এমন ৩০জনের মত ব্যক্তিত্বের তালিকা রয়েছে। এই চেয়ার সৃষ্টিতে সম্মতিদান ও অর্থ বরাদ্দ করা- সবই ইউজিসি-র অধীনে।

পাশাপাশি ইউজিসি যে ২০টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরিতে সবুজ সংকেত দিয়েছে, সেই প্রস্তাব শিগগিরই যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এই বিশ্ববিদ্যালয়গুলির তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদী সরকার। ১০টি তৈরি হবে সরকারিভাবে, ১০টি বেসরকারিভাবে। সিলেবাস তৈরি, বেতন কাঠামো ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলি অনেক বেশি স্বশাসন পাবে। সরকারিভাবে তৈরি প্রতিষ্ঠানগুলির প্রতিটিকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে বলে খবর।