নয়াদিল্লি: ফের আধারের তথ্য ফাঁসের অভিযোগ উঠল। এক গবেষককে উদ্ধৃত করে একটি প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমেই আধারের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। যদিও আধার প্রস্তুতকারী সংস্থা ইউআইডিএআই এই অভিযোগ অস্বীকার করেছে। ইউআইডিএআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই খবরের সত্যতা নেই। ইউআইডিএআই-এর আধার তথ্যভাণ্ডার থেকে কোনও তথ্য ফাঁস হয়নি। আধার নিরাপদ ও সুরক্ষিত আছে।’
এর আগেও একাধিকবার আধার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রতিবারই এই অভিযোগ অস্বীকার করেছে ইউআইডিএআই। আজ ফের তথ্য ফাঁসের অভিযোগ উড়িয়ে দিল আধার প্রস্তুতকারী সংস্থা। সেইসঙ্গে এ-ও বলা হয়েছে, এই খবর যদি সত্যিও হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থার তথ্যভাণ্ডারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। এর সঙ্গে ইউআইডিএআই-এর কোনও যোগ নেই। ওই খবরের যুক্তি অনুযায়ী, ওই সংস্থার তথ্যভাণ্ডারে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও আছে। তাহলে কি বলতে হবে ব্যাঙ্কের তথ্যও ফাঁস হয়েছে?
ইউআইডিএআই-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, আধারের ভিত্তিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ বা ওটিপি যাচাই করা হয়। তাই অন্য কেউ আধার নম্বর পেয়ে গেলেও উদ্বেগের কিছু নেই।
ফের আধার তথ্য ফাঁসের অভিযোগ, অস্বীকার করল ইউআইডিএআই
Web Desk, ABP Ananda
Updated at:
24 Mar 2018 09:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -