নয়াদিল্লি: বিদেশি এজেন্সির পক্ষে আধার-তথ্য চুরি করা বা হাতিয়ে নেওয়া সম্ভব নয় বলে আশ্বাস দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)।
সম্প্রতি, উইকিলিকস ইঙ্গিত দেয়, আধার ডেটাবেসে ইতিমধ্যেই মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র হাতে চলে এসেছে। উইকিলিকসের তরফে এ-ও দাবি করা হয় যে, তথ্য হাতানোর জন্য বিশেষ বায়োমেট্রিক ডিভাইসও তৈরি করেছে তারা।
সেই প্রেক্ষিতে এদিন সমস্ত আশঙ্কা দূর করতে আসরে নামে ইউআইডিএআই। তারা জানায়, আধার-তথ্যের কোনও প্রকার অনধিকার হস্তান্তর সম্ভব নয়। এদিন সংস্থার তরফে বলা হয়, আধার বায়োমেট্রিক ক্যাপচার সিস্টেম আমাদের দেশে তৈরি। এতে যথেষ্ট শক্তিশালী সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। ফলে কোনও প্রকারের অনধিকার তথ্য সংগ্রহ বা হস্তান্তর সম্ভব নয়। তা সে যে কোনও বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করা হোক না কেন।
এদিন ইউআইডিএআই-এর তরফে দাবি করা হয়, এখনও পর্যন্ত একটি আধার-তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেনি। কারও পরিচয় তথ্য বেরিয়ে আসেনি। কোনও আর্থিক ক্ষতি হয়নি। বলা হয়েছে, আধার-সিস্টেমে যে বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করা হয়, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত। সংস্থা আশ্বাস দেয়, আধার-তথ্য যাতে সুরক্ষিত ও নিরাপদ থাকে, তার জন্য যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।