এরপরই ট্যুইটে সাফাই দেন ইয়েদুরাপ্পা। বলেন, আমার গতকালের মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল আমি। দেশের সুরক্ষায় লড়াই চালানোর বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানাই। দেশবাসীর পাশে দাঁড়িয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নিরাপদে ঘরের ফেরার জন্য প্রার্থনা করছি। আমার কাছে আগে দেশ, পরে দল। আরেকটি ট্যুইটে লেখেন, আমার মন্তব্যকে প্রসঙ্গের বাইরে দেখা হয়েছে। আমি বলেছিলাম, পরিস্থিতি বিজেপির অনুকূলে, যা গত বেশ কয়েক মাস ধরেই বলে আসছি। বিজেপি মোদিজির সক্ষম নেতৃত্বে কর্নাটকে কম করে ২২টা লোকসভা আসন পাবে, কথাটা এই প্রথম বলছি না। বায়ুসেনার অভিযানে তৈরি হওয়া পরিস্থিতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রশ্ন নেই বলেও জানান তিনি।
ইয়েদুরাপ্পার আগের মন্তব্যের রিপোর্ট নিয়ে ইমরান খানের দল প্রশ্ন তোলে, বায়ুসেনার অভিযান, যুদ্ধের হুঙ্কার, সেনা জওয়ানদের বন্দি রাখা, এত মানুষের জীবন বিপন্ন হওয়া, সব কিছু মিলিয়ে ভারতের শাসক দলের নেতার কাছে ২২টা আসন। যুদ্ধ কি ভোটে জয়ের অস্ত্র?
ইয়েদুরাপ্পার মন্তব্যকে লজ্জাজনক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামীও।
পাকিস্তানে বায়ুসেনা অভিযানে মোদি হাওয়া, কর্নাটকে ২২টি লোকসভা আসনে জিতবে বিজেপি, মন্তব্যে জোর বিতর্ক, সুর বদলে ইয়েদুরাপ্পার সাফাই, ভোটে ফায়দা তোলার প্রশ্নই নেই
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2019 08:42 PM (IST)
বেঙ্গালুরু: পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর ভারতীয় বায়ুসেনার বিমান অভিযান, বোমাবর্ষণের সঙ্গে লোকসভা ভোটে বিজেপির ভাল ফল করার সম্ভাবনা জুড়ে বিতর্কে জড়িয়ে শেষমেষ মুখ বাঁচাতে সাফাই বি এস ইয়েদুরাপ্পার। কর্নাটক বিজেপির সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকাল বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে ভারতের আগাম অভিযানে নরেন্দ্র মোদির পক্ষে দেশে হাওয়া উঠেছে, যা কর্নাটকে ২৮টি লোকসভার মধ্যে ২২টিই জিততে সাহায্য করবে বিজেপিকে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়। পাকিস্তানের মিডিয়া, সেদেশের রাজনৈতিক দলগুলিও ইয়েদুরাপ্পার মন্তব্যকে হাতিয়ার করে প্রশ্ন তোলে, ভারত কি যুদ্ধকে ভোটে জিততে যুদ্ধের হাওয়া তুলছে। দেশের ভিতরেও আপত্তি করে নানা দল। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ পর্যন্ত ট্যুইট করে ইয়েদুরাপ্পার মন্তব্যের বিরোধিতা করেন। সেনাবাহিনীর প্রাক্তন প্রধান ভি কে লেখেন, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমরা একটা গোটা দেশ হিসাবে ঐক্যবদ্ধ। আমাদের সরকার কয়েকটা বাড়তি আসনের জন্য নয়, দেশরক্ষায়, দেশবাসীর নিরাপত্তার স্বার্থেই ব্যবস্থা নিয়েছে। ট্যুইটের সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সংসদে দেওয়া ভাষণের লিঙ্কও জুড়ে দেন ভি কে সিংহ। ভাষণে বাজপেয়ি জাতীয় সঙ্কটের সময় রাজনৈতিক দলগুলির ঐকমত্যের কথা বলেছিলেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -