নয়াদিল্লি: নোট বাতিলের পর আয়কর বিভাগ ১,১০০ টির বেশি তল্লাশি ও সমীক্ষা করে প্রায় ৫,৪০০ কোটি টাকার হিসেব অঘোষিত আয়ের হদিশ পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই অভিযানের পরবর্তী পদক্ষেপও নেওয়া হয়েছে এবং এমন ১৮ লক্ষ ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে, নোট বাতিল পর্বে তাঁদের জমা করা অর্থের পরিমাণের সঙ্গে আয়কর প্রদানের সামঞ্জস্য নেই। এ বিষয়ে ওই ব্যক্তিদের কাছে অনলাইনে জবাব চাওয়া হয়েছে।
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জেটলি দাবি করেন, কালো টাকা উদ্ধারে এর আগে কোনও সরকার এত বড় পদক্ষেপ নেয়নি। নোট বাতিলের পর ব্যাঙ্কে প্রকৃতপক্ষে কত টাকা জমা পড়েছে, তা খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জমা পড়া টাকার পরিমাণ সর্বসমক্ষে প্রকাশ করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেছেন, বিদেশে কত কালো টাকা রয়েছে, তার কোনও সরকারি পরিসংখ্যান নেই। তবে এ বিষয়ে বিভিন্ন চ্যানেলে যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সমাজবাদী পার্টি নেতা নরেশ আগরওয়ালের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, নোট বাতিলের পরবর্তী পর্বে ৯ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আয়কর বিভাগ ১,১০০ টি তল্লাশি ও সমীক্ষা চালিয়েছে। এ ছাড়াও ৫,১০০ টি তথ্য যাচাই সংক্রান্ত নোটিশও পাঠানো বয়েছে।ওই পর্বে নগদ ৫১৩ কোটি টাকা সহ ৬১০ কোটি টাকার মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। নতুন নোট বাজেয়াপ্ত হয়েছে ১১০ কোটি টাকার। ৫,৪০০ কোটি টাকার অঘোষিত আয়ের হদিশ মিলেছে।
নোট বাতিলের পর ৫,৪০০ কোটি টাকা অঘোষিত আয়ের হদিশ মিলেছে, জানালেন অর্থমন্ত্রী
ABP Ananda, web desk
Updated at:
12 Apr 2017 08:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -