নয়াদিল্লি: ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট। নরেন্দ্র মোদি সরকারের এই দ্বিতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থ মন্ত্রকের প্রথম মহিলা পূর্ণমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন তিনি। এই মুহূর্তে তিনি নানা শিল্পক্ষেত্রের প্রতিনিধি ও অন্যান্য বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনায় ব্যস্ত।

১৯৯৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা ফেব্রুয়ারি মাসের শেষ দিনে ঠিক বেলা ৫টায় সংসদে বাজেট বক্তৃতা শুরু করতেন। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এই নিয়ম বদলে দেন। তিনি বাজেট পড়া শুরু করেন বেলা ১১টা থেকে। এ বছর ফেব্রুয়ারিতে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করে মোদি সরকার। পীযূষ গোয়েল বাজেট পড়া শুরু করেন সকাল সাড়ে নটা থেকে।

শুধু সাধারণ মানুষের জন্য নয়, কেন্দ্রীয় সরকারের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের কেন্দ্রীয় বাজেট। এই অর্থ বর্ষে অর্থনীতির গতি শ্লথ হয়ে বৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫.৮ শতাংশ, তাই বাজেটে অর্থনীতির দিক পরিবর্তনের নির্দেশ থাকতে পারে। এছাড়া কেন্দ্র সম্ভবত বেশ কিছু নীতি ও প্রকল্প সংশোধন করে কৃষক, মধ্যবিত্ত ও কর্পোরেট শ্রেণির কাছে উন্নয়নের সুফল পৌঁছনোর চেষ্টা করতে পারে, তারও রূপরেখা থাকবে বাজেটে। আয়কর সীমা সংক্রান্ত কিছু পরিবর্তনও সাধারণ মানুষ আশা করছেন। এছাড়া সমাজ কল্যাণ সংক্রান্ত কিছু প্রকল্পে গুরুত্ব দেওয়া হতে পারে. আরও বাড়তে পারে ডিজিটাল পেমেন্টের গুরুত্ব। বয়স্ক নাগরিকদের জন্য নয়া পেনশন প্রকল্পও ঘোষণা করতে পারেন নয়া অর্থমন্ত্রী।