নয়াদিল্লি: কোভিড-১৯ অতিমারীর সময়ে স্টার্ট-আপ ব্যবসার সহায়তায় এগিয়ে এল কেন্দ্র। সোমবার বাজেট পেশ করতে গিয়ে এই সব ব্যবসার ক্ষেত্রে করছাড়ের মেয়াদ বৃদ্ধি করে এক বছর করার ঘোষণা করলেন নির্মলা সীতারমণ।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, স্টার্ট-আপ ব্যবসার ক্ষেত্রে 'ট্যাক্স-হলিডে'-র সীমা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হল। পাশাপাশি, মূলধল লাভের ক্ষেত্রে এই স্টার্ট-আপ ব্যবসাগুলিকে যে ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদও এক বছর বৃদ্ধি করা হয়েছে।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, শীঘ্রই ছোট সংস্থার সংজ্ঞা বদল করা হবে। এরজন্য ২০১৩ সালে কোম্পানি আইনে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, ২ কোটি টাকার মূলধন ও বার্ষিক ২০ কোটি টাকার টার্নওভার পর্যন্ত সব সংস্থা এই আওতায় পড়বে। এরফলে প্রায় ২ লক্ষ ছোট সংস্থা লাভবান হবে।


নির্মলা বলেন, এবারের বাজেটে স্টার্ট-আপের ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ ও ২ কোটি টাকা পর্যন্ত ঋণশোধ স্থগিত রাখার সিদ্ধান্তের ফলে দেশে ব্যবসায়ীদের সুরাহা হবে।


এবারের বাজেটে গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, সরকারের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে।


কারণ, পরিকাঠামোগত উন্নয়ন হলে বিনিয়োগ আসবে। কর্মসংস্থান বাড়ার সুযোগও তৈরি হবে। অন্যদিকে, করোনাকালে স্বাস্থ্যখাতে এক ধাক্কায় বরাদ্দ বেড়ে হল ১৩৭ শতাংশ। ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে কৃষকদের জন্য।


জাতীয় সড়ক তৈরি জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা রেলের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। স্বাস্থ্যক্ষেত্রে দেওয়া হয়েছে ২ লক্ষ ২৪ হাজার কোটি টাকা।