নয়াদিল্লি: ভোট-মুখী বাংলার দিকে নজর কেন্দ্রীয় বাজেটেও। লাল পাড় সাদা শাড়ি পরে সংসদে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। তাই এবারের বাজেট বক্তৃতাতেও থাকল বাংলার প্রসঙ্গ। লাল-পাড় সাদা শাড়িতে এবারের বাজেট পড়লেন অর্থমন্ত্রী। সেইসঙ্গে তাঁর ভাষণের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি শোনা গেল। এক্ষেত্রে অবশ্য বাংলাতে নয়, ইংরেজিতেই রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিলেন তিনি। সেইসঙ্গে রাজ্যে জাতীয় সড়ক নির্মাণে বরাদ্দ করলেন ২৫ হাজার কোটি টাকা।


সীতারামন ২০২২-এর মার্চের মধ্যে ৮,৫০০ কিমি হাইওয়ে সহ হাইওয়ে পরিকাঠামোগত কাজের প্রস্তাব বাজেট বক্তৃতায় রেখেছেন সীতারামন। বাংলায় হাইওয়ে নির্মাণের জন্য ২৫, ০০০ কোটি টাকার বরাদ্দের সংস্থান রাখা হয়েছে বাজেটে। অসম ও তামিলনাড়ুর মতো ভোট-মুখী রাজ্যগুলিও হাইওয়ে প্রকল্প পেয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বাংলা।

বিভিন্ন উৎসবে বাঙালি মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে থাকেন। এদিন অর্থমন্ত্রী লাল পাড় সাদা শাড়ি পরে সংসদে আসেন। বাজেটের শুরুতেই রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেন তিনি। রবীন্দ্রনাথের 'ভোরের পাখি ডাকে কোথায়' কবিতার পংক্তির ইংরেজি উদ্ধৃতি দেন তিনি- 'ফেথ ইজ দ্য বার্ড দ্যাট ফিলস দ্য লাইট অ্যান্ড সিঙ্গস হোয়েন ডন ইজ স্টিল ডার্ক'। এই উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্ত ইতিহাসে নতুন এক যুগের ভোর, প্রতিশ্রুতি ও আশার মাটিতে ভারতের নয়া উত্তরণের বিশ্বাস উজ্জ্বল।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ চমকপ্রদ ফল করেছিল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এবার আগামী বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলই বিজেপির পাখির চোখ। এ রাজ্যে ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে বিজেপির।

আগামী এপ্রিল-মে মাসে রাজ্যে ভোট হতে পারে। বিজেপির অভিযোগ, রাজ্যের উন্নয়ণে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ করেছে।

উল্লেখ্য, বাংলায় ভোটের আগে বিজেপি নেতাদের মুখে বাংলার মণীষীদের নাম শোনা যাচ্ছে। সেই তালিকায় এবার যোগ হলেন সীতারামনও।

এর আগে সংসদের চলতি বাজেট অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণেও বাংলা কবিতার পংক্তি শোনা গিয়েছিল। তিনি রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা 'চল রে চল সবে ভারত সন্তান'-এর উল্লেখ করেছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে মনমোহন বসুর কবিতা শোনা গিয়েছিল।