ইলাহাবাদ:উত্তরপ্রদেশের ইলাহাবাদে দু্র্ঘটনার শিকার কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেলের কনভয়। এই দুর্ঘটনায় মন্ত্রী সহ ছয় জনের আঘাত লেগেছে। অনুপ্রিয়ার মাথায় চোট লেগেছে। জানা গেছে, কনভয়ের চারটি গাড়ি একে অন্যগুলিকে ধাক্কা মারে।






এই দুর্ঘটনায় মন্ত্রী সহ অন্য কারুরই আঘাত গুরুতর নয়।
অনুপ্রিয়া কোরাও এলাকায় দলের এক নেতার বাড়িতে সমবেদনা জানাতে যাচ্ছিলেন। আহতদের ইলাহাবাদে নিয়ে আসা হচ্ছে। ইলাহাবাদ শহর থেকে ৭৫ কিমি দূরে এই দুর্ঘটনা ঘটেছে।