হায়দরাবাদ: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর নাম। বিজেপি সূত্রে এমনই খবর। শনিবার রাতে বিজেপি সভাপতি অমিত শাহ ইঙ্গিত দেন, দল বেঙ্কাইয়াকেই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে চাইছে। বেঙ্কাইয়া অবশ্য জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতেই থাকতে চান।

আগামীকালই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করার শেষ দিন। বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু এনডিএ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। বিজেপি সূত্রে খবর, আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই শরিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবে বিজেপি। এরপর উপ-রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেঙ্কাইয়ার পাশাপাশি মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের নাম নিয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। বেঙ্কাইয়া মজার ছলে বলেছেন, তিনি ‘উষা পতি’ (স্ত্রীর নাম উষা) হয়েই থাকতে চান, উপ-রাষ্ট্রপতি হতে চান না।

এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণার আগেও অনেক জল্পনা চলেছিল। কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বিহারের রাজ্যপালকেই প্রার্থী করা হয়। উপ-রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণাতেও চমক থাকে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।