বেরিলি: খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বোনকে গাড়ি করে ধাওয়া করে খুনের হুমকি দিল দুষ্কৃতীরা।
বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির বোন ফারহাত নাকভিকে গতকাল খুনের হুমকি দিয়েছে ৩ ব্যক্তি। ফারহাত উত্তরপ্রদেশে মেরা হক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান, এই সংস্থার কাজ তালাক পাওয়া মহিলাদের সাহায্য করা।
গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ এনজিওর কাজ সেরে টোটো রিকশায় করে বাড়ি ফিরছিলেন ফারহাত। উত্তরপ্রদেশের বেরিলির চৌকি চৌরাহা পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায় গাড়িতে তাঁর রিকশা অনুসরণ করে ৩ দুষ্কৃতী। প্রথমে তাঁকে গালিগালাজ করা হয়, তারপর গাড়ি আরও কাছে এনে দেওয়া হয় খুনের হুমকি। সামনে পুলিশ ফাঁড়ি থাকায় ফারহাত চেঁচামেচি শুরু করলে তারা মুহূর্তে চম্পট দেয়।
নাকভির বোন জানিয়েছেন, ঠিক কেন তাঁকে হুমকি দেওয়া হল তিনি বুঝতে পারছেন না। তবে মাসখানেক আগে আদালত চত্বরেও তাঁকে অনুসরণ করা হয়। বিষয়টিকে তিনি বেশি গুরুত্ব দেননি, পুলিশেও খবর দেননি। কিন্তু এবার মনে হচ্ছে, কিছু মানুষের স্বার্থে হাত দিয়ে ফেলেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, তালাকপ্রাপ্ত মহিলাদের নিয়ে ফারহাতের কাজে অনেকের আপত্তি ছিল। তারাই কেউ এই ঘটনায় যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
৩ তালাকের বিরোধিতা করেছিলেন, খুনের হুমকি কেন্দ্রীয় মন্ত্রী নাকভির বোনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Sep 2017 10:05 AM (IST)
মুখতার আব্বাস নাকভি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -