১৮ পেরিয়ে গেলেও বাবার কাছে ভরণপোষণ দাবি করতে পারে অবিবাহিত মেয়ে, জানাল বম্বে হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
08 Apr 2018 04:43 PM (IST)
মুম্বই: বাবা-মায়ের ডিভোর্স বা তাঁরা পৃথক হয়ে গেলে ১৮ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও বাবার কাছে ভরণপোষণের অর্থ দাবি করতে পারে অবিবাহিত মেয়ে। জানাল বম্বে হাইকোর্ট। ভরণপোষণের খরচ চেয়ে সাবালক মেয়ের হয়ে মা-ও আবেদন করতে পারেন বলে জানালেন বিচারপতি ভারতী ডাঙ্গরে।
সম্প্রতি এক মহিলা পৃথক হয়ে যাওয়া স্বামীর কাছে তাঁদের ১৯ বছরের মেয়ের ভরণপোষণের অর্থ চেয়ে আবেদন করেছিলেন। তা পরিবার আদালত খারিজ করে দেয়। তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ওই মহিলা।
১৯৮৮ সালে বিয়ে হয়েছিল তাঁদের, ১৯৯৭ সালে তাঁরা আলাদা হয়ে যায়। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গেই থাকে। সন্তানরা নাবালক থাকা পর্যন্ত তাদের বাবা প্রত্যেকের মাসিক ভরণপোষণের খরচ চালাতেন। কিন্তু মেয়েটি ১৮ পেরতেই বাবা তার খরচ বহন করতে অস্বীকার করেন।
তাদের মা হাইকোর্টে পেশ করা আবেদনে সওয়াল করেন, মেয়ে সাবালক হলেও আর্থিক ভাবে স্বনির্ভর নয়, আরও পড়াশোনা করছে বলে তাঁর ওপর নির্ভরশীল। দুই ছেলেও তাঁকে সাহায্য করতে পারছে না। একজন এখনও চাকরি খুঁজছে, আরেকজন পড়াশোনার জন্য নেওয়া লোন শোধ করছে।
সন্তানদের ভরণপোষণের জন্য মাসে ২৫ হাজার টাকা স্বামীর কাছে থেকে পাচ্ছিলেন ওই মহিলা। মেয়ের জন্য আরও ১৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু সিআরপিসি-র ১২৫ (১) (বি) ধারায় শুধু নাবালক সন্তানদেরই ভরণপোষণের খরচ পাওয়ার কথা, এই কারণ দেখিয়ে তাঁর আবেদন খারিজ করে দেয় পরিবার আদালত।
বিচারপতি ডাঙ্গরে রায়ে জানান, সিআরপিসি অনুসারে সাবালক সন্তান ভরণপোষণের অর্থ পেতে পারে একমাত্র যদি সে কোনও শারীরিক বা মানসিক সমস্যার জন্য নিজের খরচ চালাতে সে অপারগ হয়। কিন্তু সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের আগের বেশ কিছু রায়েই বলা হয়েছে যে, অবিবাহিত সাবালক মেয়েও ভরণপোষণ দাবি করতে পারে যদি সে আর্থিক স্বনির্ভর না হয় (সে কোনও প্রতিবন্ধকতায় না ভুগলেও)।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -