উন্নাও: উন্নাওয়ে মৃত নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। এই মামলার দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করারও সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। এই ঘটনায় পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আজ নির্যাতিতার বাড়িতে যান উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। তাঁর সঙ্গে ছিলেন সহকর্মী কমল রানি ও উন্নাওয়ের সাংসদ সাক্ষী মহারাজ। মৌর্য বলেন, ‘এই মামলার যাতে দ্রুত বিচার হয় সেটা নিশ্চিত করার জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত নির্যাতিতার পরিবারকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্যাতিতার পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার পরিবারের পাশে আছেন। সব অভিযুক্তকেই দ্রুত গ্রেফতার করা হবে। নির্যাতিতার পরিবার যেভাবে চাইবে, সেভাবেই তদন্ত হবে। নির্যাতিতা যাদের নাম করেছেন, তাদের কাউকে ছাড়া হবে না। এটা রাজনীতির বিষয় নয়।’
সাক্ষী মহারাজ বলেন, ‘আমাদের দল নির্যাতিতার পরিবারের পাশে আছে। আমি সংসদেও সরব হয়েছি। অপরাধীদের গ্রেফতার করা হবে। কাউকে ছাড়া হবে না। উন্নাওয়ের বদনাম হচ্ছে।’
উন্নাওয়ে নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে যোগী সরকার, বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2019 08:55 PM (IST)
সাক্ষী মহারাজ বলেন, ‘আমাদের দল নির্যাতিতার পরিবারের পাশে আছে। আমি সংসদেও সরব হয়েছি। অপরাধীদের গ্রেফতার করা হবে। কাউকে ছাড়া হবে না। উন্নাওয়ের বদনাম হচ্ছে।’
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -