নয়াদিল্লি: ‘ ক্রমবর্দ্ধমান অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মেরুকরণ, কিছু গোষ্ঠীর বিদ্বেষ প্রসূত হিংসাত্মক ঘটনার অস্বস্তিকর প্রবণতা আমাদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে’। এমনই মন্তব্য করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।


৭৫ তম জন্মবার্ষিকীতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মনমোহন বলেছেন, ‘আমাদের সংবিধানে উল্লিখিত শান্তির প্রসার, জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো লক্ষ্যগুলির ক্ষেত্রে এই প্রবণতা অত্যন্ত প্রতিকূল। এই প্রবণতা রোখার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে’।

রাজীব গাঁধীর মন্তব্য উল্লেখ করে মনমোহন বলেছেন, ‘দেশের ঐক্য ও সংহতির থেকে আর কোনও কিছু গুরুত্বপূর্ণ নয়। ভারতকে ভাগ করা যাবে না। ধর্মনিরপেক্ষতা আমাদের দেশের মূল ভিত্তি, এই নীতি সহিষ্ণুতার থেকে আরও বেশি কিছু। সম্প্রীতির জন্য সক্রিয় প্রচেষ্টার সঙ্গে তা যুক্ত’।

মনমোহন বলেছেন, ‘কোনও ধর্মই ঘৃণা ও অসহিষ্ণুতার শিক্ষা দেয় না। বহিরাগত ও অভ্যন্তরীন-উভয় ক্ষেত্রেরই কায়েমি স্বার্থ  ভারতকে বিভক্ত করার লক্ষ্যে সাম্প্রদায়িক আবেগ ও হিংসায় উস্কানি দিচ্ছে এবং তা কাজে লাগাচ্ছে’।

রাজীব গাঁধী ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গত এক দশকে সমাজে মূল্যবান অবদানের জন্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের হাতে ‘রাজীব গাঁধী জন্ম পঞ্চ সপ্তমী পুরস্কার’ তুলে দেন।